শুধু একটি কবিতার জন্য কত যে অপেক্ষা করেছি, লিখবো একটি অবিনাশী কবিতা, যার প্রতিটি লাইনে থাকবে প্রেমিকের রাতজাগা কষ্টের কথা।


একটি কবিতা লিখবো বলে জেগেছি রাতের পর রাত, যে কবিতায় থাকবে প্রেমিকার আত্ম উপলব্ধির কথা অনিন্দ্য প্রেম মুগ্ধতায় ভরা জ্যোৎস্নাময় রাতের কথা।


কতশত অপেক্ষা একটি কবিতার জন্য,
লিখবো কবিতা যার প্রতিটি লাইন জুড়ে থাকবে মানবতার জায়গান সাম্যের চির আনন্দে গাইবে গান কৃষক শ্রমিক মজুর।


তবুও অপেক্ষা তবুও স্বপ্ন দেখা একটি কবিতার জন্য,
এমন কবিতা লিখতে চাই অনিন্দ্যসুন্দরে কবিও কবিতার সম্মিলিত উচ্চারণে কেঁপে উঠবে সমাজসংসার।


কবিতার জন্য অপেক্ষায় কবি চিরনতুন জাগরণে বিপ্লব হবে হবে চেতনার পরিবর্তন, বদলে যাবে সমাজ সোনালী সূর্যের ডাকে বেড়িয়ে পরবে মানুষ।