যদি ফিরে আসতেন পিতা আপনার এই বাংলায়, আপনি ফিরে আসেন পিতা।


সেই বজ্রকণ্ঠ সেই সাত মার্চের ভাষণ সেই অমর কাব্য আবার শুনতে চায় আপনরই বাংলা আপনি ফিরে আসেন পিতা।


হাজার বছরের হে শ্রেষ্ঠ বাঙালি হে জাতির জনক আপনি ফিরে আসেন আপনারই চিরচেনা এই বাঙলায়, ফিরে আসেন প্রিয় পিতা।


এখনো আপনারই অপেক্ষায় কৃষক শ্রমিক তাতী কামার কুমার, যদি ফিরে আসতেন পিতা আপনি ফিরে আসুন এই বাঙলা মায়ের কোলে।


আপনার ডাকে সারা দিয়ে সন্তানকে যে মা পাঠিয়ে ছিলেন মুক্তিযুদ্ধে সেই মা এখনো আপনারই অপেক্ষা করছেন যদি ফিরে আসতেন পিতা।  


এখনো রাখাল বাঁশির সুরে আপনারই গান গান, সোনালী ফসলের দোল খায় কৃষাণি সেও আপনারই অপেক্ষায় হে প্রিয় পিতা।


যদি ফিরে আসতেন পিতা আপনার চিরচেনা বাঙলায়, ফিরে আসেন পিতা অগণিত মানুষের প্রাণের আকুতি হে জাতির জনক আপনি ফিরে আসুন।


যদি ফিরে আসতেন পিতা আপনার এই বাংলায়, আপনি ফিরে আসেন পিতা,
বাংলা মা যে আপনারই অপেক্ষায় ফিরে আসুন পিতা।


হাজার বছরের কাঙ্খিত মহাপুরুষ!
আপনার সেই ঘোষণা :
"রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিবো-
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম!
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম!
জয় বাংলা।"
আপনি আর একবার আসুন পিতা।।