কতদূর যেতে চাও
কতটা দূরে;
পূর্ব দিগন্তে সূর্য উঠার আগেই
কত পথ হেটে যাবে
জীবনের শুভমুহুর্ত উপভোগে
আনন্দ আয়োজনে
সংগ্রামে বিপ্লবে?


আর কত সময় গেলে
হিসেবে মেলাবে
সময় চলে যায়
সে হিসেব করেছো কখনো;
তোমার বসন্ত শুরু হলে
জয়ী হবে মানুষ,
জয়ী হবে প্রেম!
তুমি জয়ী হও মহারাণী
জয় খুব প্রয়োজন।


আর কতটা দূরে গেলে
তুমি তোমাকেই অনুভব করবে
জীবনের প্রয়োজনে
একটা শুণ্যতা অনুভূত হয় কি
কখনো মনের কোণে;
কিংবা প্রগাঢ় ভালোবাসা?
নিজেকে আবিস্কার করো
সৃজনে মননে
শুধু তোমার উপলব্ধিতে
বাস্তবতা আছে
আছে তার সম্ভাবনা।


তাঁকিয়ে দেখো
জীবন নদীর দিকে
চেয়ে দেখো নিজেকে
আত্ম উপলব্ধি  করো।


মানুষ ছুটে পালিয়ে
দিকবিদিকশুন্য হলে
জয়ী হবে পরাজিতরা
আস্ফালন দেখাবে
জয়ীরা পরাজিত হলে
একটা শুণ্যতা অনুভূত হয়
সমাজ-সংসারের!
এখানে তুমি মহারাণী!
চেতনায় বিশ্বাসী মানুষ
তুমি আজন্ম সংগ্রামী।