কতদূর যাও তুমি
কোথায় তোমার শেষ;
একটু দাঁড়াও ফিরে চাও এই দিকে;
আর কত পথ এখনো বাকি
তোমার কবি?


আমাদের দিকে একটু ফিরে তাঁকাও
আরে ও  কবি...

তুমিইতো শুনিয়ে ছিলে গান জাগাতে
চেতনা, বিবেক
আর ইতিহাসের অনম্য পথ।


একটু এসো কবি আমাদের
ছায়াঘেরা এই গ্রামে।


আর কত পথ হেটে যাবে তুমি
বলতে পারো কবি;
একটু দাঁড়িয়ে যাও নিয়ে বিশ্রাম
দাঁড়াও না একটিবার।।


কতদূর যাও তুমি
কোথায় তোমার শেষ;
একটু দাঁড়াও ফিরে চাও এই দিকে...


সম্পাদনা
পুরানা পল্টন ঢাকা।
০২.১১.২০২০