অরিন্দম
এই ফুল এই সাজ তোমাকে ঘিরে, এই তুমি এই তোমাকে নিবিড় করে পাওয়া, ভালবাসা যে অবিনাশী আর সেটুকু পাওয়ার মধ্যে তোমাকে ঘিরে রচিত হয়েছে প্রেমময় ভুবন তুমি প্রথম অতিথি তুমি যেন শেষ রাতের সাহসী স্বপ্নের মতো উচ্চারিত।


ভালবাসায় মিশে থাকে যে স্বপ্ন তাকে আমি লালন করি গভীর ভাবে, এখানে পরাজিত হয়েছি বলেইনা জয়ী হল ভালবাসা আর তুমি, যখন তোমাকে আবিষ্কার করলাম আমি যেন সুখ খুঁজে সুখ ছুঁয়ে দেখার আনন্দ অনুভব করলাম এবং অবিনাশী প্রেমে খুঁজে নিলাম প্রেম তুমি যখন হয়ে উঠলে আমার প্রেমিক পুরুষ।


অনিন্দ্যসুন্দরে জেগে উঠে যে প্রেম তাকে আমি গ্রহণ করি ছুঁয়ে দেই বিশ্বাসে এখানে তুমিই জয় করলে আমাকে আমি পরাজিত হয়েও জয়ী হলাম! ভালবাসার কাছে পরাজিত হলেইনা জয়ী ভালবাসা আর তুমিই সত্যিই পরাজিত করেছো অরিন্দম।


আমার সমস্ত বিশ্বাসে তুমিই জয়ী হয়ে পরাজিত করেছো অরিন্দম, যখন ছুঁয়েছি প্রেম ছুঁয়ে যাওয়া বৃষ্টি বিলাসে আমি নাচি আমি গান গাই আর মিলিত হয়ে যাই তোমার ভালবাসায়, অরিন্দম
এই ফুল এই সাজ তোমাকে ঘিরে, এসো ছুঁয়ে দাও আমায় মোহিত কর জেগে উঠুক প্রেম।