দুঃখগুলো বিক্রি করে
সুখ কিনতে চাই, যদিও কেনার মত টাকা পয়সা নেই, তবে কেনার স্বাধ আছে! যদি দুঃখগুলো বেচতে পারি তবে নিশ্চয়ই কিনবো।
মাঝেমাঝে মনে হয় দুঃখই ভালো কেমন মিশে থাকে সবসময়, আপন করে নিয়ে কাছে রেখেছে আপন করে, ছাড়তেই চায়না এ যেন চির বন্ধন।
সত্যিই বলছি একদিন সুখ কিনে সুখ ছুঁয়ে দেখতে চাই; সুখগুলো কি সুগন্ধি সুবাস ছড়িয়ে রাখে চারপাশ, সুখ বলে কথা।
আজকাল বড় অভিমানী রাতে জ্যোৎস্না ছুঁয়ে দেখতে ইচ্ছে করে, যদি ছুঁয়ে দেখতে পারি জ্যোৎস্নার প্লাবন, সখ আছে অবগাহন করতে জ্যোৎস্নার প্লাবনে।
দুঃখগুলো বিক্রি করে সুখ কিনতে পারবো কিনা জানিনা যদিও ইচ্ছে আছে, আছে সাধও কার না ইচ্ছে করে সুখ ছুঁয়ে দেখতে, সত্যিই বলছি সুখ কিনবোই আসবে নিশ্চয়ই সেইদিন।