ছুঁয়ে যাওয়া মন
রাত আসে চুপিচুপি
তুমি গান গাও ভালোবাসার
আমাকে মোহিত করো অজানা শিহরণে...
আজ আসে রাত পূর্নতা এনে
কাছে আসে ভালোবাসা ছুঁয়ে যাওয়া মনে।

ভালোলাগার লুকিয়ে যাওয়া মনে
আসে ভালোবাসা
বিরহ বাতাসে উতলে উঠে মন
তুমি আসো
অনাবিল ভালোবাসার গানে
জীবনকে জয় করার ইচ্ছা
থাকে অবিরত।