ছোট ছোট অভিমান
টুকরোটুকরো স্বপ্ন
বিশ্বাসে অনুযোগ
আদরে জড়ানো ভালোবাসা
বিরহ বাতাসে ছুঁয়ে যাওয়া মন
তবুও থাকে  চলমান জীবন
নদীর মতোই বয়ে চলা জীবনে
কখনো লাগে বিরহী বাতাস
পরাজিত তুমি আর আমি হয়তো সবাই!
এখানে জয় আসে আসে পরাজয়
তবুও কি থেমে থাকে জীবন জয়ের গান?
ভালোবাসার কাছে যদি পরাজিত নাই হলে
তবে কেমন করে বলবে ভালোবাসা তোমাকেই জয়ি করেছে!!