অশান্ত মন
বৃষ্টিহীন শ্রাবণ
রুষ্ট প্রকৃতি মানুষের উপর
ফেটে চৌচির মাঠ জল শুণ্য খালবিল,
হিসাবি বাজার বড় বেহিসাবি নাভিশ্বাস সাধারণ জনতা।
যা ছিল সবই গেল
ফাঁকা ঘর পকেট শুণ্য আসন্ন দিন;
নিজেদের আখের গোইছাতে দখল করি অন্যদেশ
ভয়াবহতা বুঝুক বিশ্ব দেখুক ক্ষমতা।
দয়ালু হবো বিনাশ করতে বিশ্ব, মরুক মানুষ আমি যে শাহেন শাহ্।