অভিমানে লুকিয়ে যাওয়া মনে
কখন যে অভিমানী হলে তুমি নীলাঞ্জনা!
কাল রাতে একটুও ঘুমাতে পারিনি, ঘুম যে কোথায় পালিয়েছে!
রাততো শেষ হল অথচ চোখে  এলোনা ঘুম;
তুমি অভিমানী হলে নীলাঞ্জনা
অভিমানে লুকিয়ে যাওয়া মনে!
জীবন জয়ের গানে হঠাৎ করে এসেছিল প্রশান্তির বৃষ্টি,
এ যেন মরুময় বুকে তৃষ্ণার জল,
তুমিও সেরকম নীলাঞ্জনা আমার জীবনে প্রশান্তির জল;
যদি ভুল হয়ে যায় কোনদিন!
যদি জীবন জয়ের গানে একবার ডেকে নেই তোমায়!
সে ডাক কি তোমার কান অবদি  পৌঁছবে?
তুমিই শুভময় অনুভূতি বারে বারে আসে ফিরে রাত কিংবা দিনে,
তোমারি জয়গাঁথা অবিনাশী গানে। শুভমুহুর্ত নিয়ে আসে জীবন জয়ের অজানাকে জানাতে।
তুমি অভিমানী হলে নীলাঞ্জনা
অভিমানে লুকিয়ে যাওয়া মনে!