এ আকাশে আর চাঁদ আসেনা, বড়ো অভিমানী সে চাঁদ বিরহ বাতাস দিয়ে জাগিয়ে রাখে সারারাত।
একা আমি শুধুই জেগে থাকি অভিমানী চাঁদ আর আসেনা, এ আকাশে চাঁদ আসেনা, যদি মান অভিমানের এই খেলায় সে আর কেন আসেনা?
তবুও অপেক্ষা তবুও স্বপ্ন দেখা যদি আসে চাঁদ যদি ভুলে যায় সব অভিমান; যদি আসে সে দেখবে অপেক্ষায় এখনো চেয়ে থাকি আকাশের দিকে।
ওগো চাঁদ যদি ছুঁয়ে দাও তোমার জ্যোৎস্নার প্লাবন আমি না হয় সেই প্লাবনে অবগাহন করবো, তুমি এসো চাঁদ।
ওগো চাঁদ তুমি এসো আমার আকাশে বিরহী বাতাসে আর কত অপেক্ষায় রাখবে? কেন তুমি আসোনা এই আকাশে।