পুড়ে যায় গলে যায়
শেষ হয় অস্তিত্ব
একসময় সব হয় শেষ;
তবুও তুমি অহংকারী জ্বালিয়ে দিচ্ছ
অবিনশ্বর প্রমে পুড়ে গেলে
মরানদী শুকিয়ে যায়
ধুধু বালু
এই নদীতে সাতার কেটে পার হত
মানুষ!
স্বজন আর আমাদের শৈশবে দুর্দান্ত আয়োজন
এখন সব অতিতপ্ত পুড়িয়ে দেয় অভিসপ্ত।।