সময় চলে যায় সময়ের নিয়মে এখানে আমি থমকে দাঁড়াই, স্বপ্ন আছে যেন থেকেও নেই! যদি তুমি নাই থাকবে তাহলে স্বপ্ন কেন থাকবে।


অচেনা সময় অচেনা মানুষ হলে সবই থমকে যাওয়ারই কথা সেটা হয়েছে তেমনই যদি অসময় ঘিরে থাকে, অভিমানী তুমি এবং তোমার সময়।


বিবাগী সময় বিবাগী তুমি আর অভিমান আমার সময়, কি করে সব চলে যায় বেসুরা ভরা অভিমানে এখানে আমি একা আর বেসুরা মান অভিমান।