কোনদিকে তাকালেই নিজেকেই আবিষ্কার করি, বয়ে যায় রত্নাই,ধরলা, তিস্তা নদী বয়ে চলে তোমার তোমার নদীর দিকে-
মনে পরে আমাদের সেইদিন গুলোর কথা।
মনে আছে? নাকি সব ভুলে আছো তুমি! আগের মতো?
নদীর মতো চলমান জীবনে কতটা বদলে গেছো তুমি? আমরা দুজন মিলিত হয়ে ছিলাম তোমার নিমন্ত্রণে
হাসিমাখা মুখ আমাকে করেছিলে সম্ভাষণ।
সব ভুলে গেছো কতটা বদলে গেছো!
কতটা পথ পারি দিয়ে এসেছিলাম তোমার শহরে
আজ না হয় আর অনুযোগের জালে বন্দি করবোনা তোমাকে।
তোমার বসন্ত শুরু হলে আমি জানি তুমি অনেক ভালো আছো, শুভময় মুহুর্মুহু তোমাকে আলিঙ্গন তাই আমি প্রার্থনা সাজাই তুমি ভালো থেকো পূর্ণ্যাথী হয়ে।