কষ্ট যেন অষ্টপ্রহর
চেপে বসে বুকের ভেতর,
এখানে আমি একা
কেউ নেই আর, দিবানিশি
প্রতিক্ষা যদি আসে সুখ,
কষ্টের ভাগ যদিও কাউকে
দেবোনা বলে যত্ন করি সব।


কষ্টরা বড়ো ভালবেসে গ্রহণ
করে বুকে টেনে নেয় আর
কষ্ট এখন পরিপূরক,
সুখ ছুঁয়ে দেখে লাভ নেই
জানি ওরা বড় বেশি
সুবিধাভোগী কাছে আসেনা
দূরে থাকে।