রাত্রিভেজা নিবিড় শয্যার চাওয়া,
রক্তমাংস খেয়ে ফেলে বিষাক্ত নিঃশ্বাস;
সে থাকে পাশের বিছানায়
যদিও দূরত্ব একটিমাত্র দেয়ালঘেরা
দুটি ঘর!


বসন্ত শুরু হলে
হৃদয়ে মেখেছিলাম অনন্ত বিশ্বাস
একদিন আমারই ঘরে হবে
হবে সংসার,
বসন্ত বাতাস গায়ে লাগিয়ে হব
জীবনসংসারি কিন্তু-
শ্রাবণ এসে ভিজিয়ে দিলো
নিশাচরী রাতগুলো করে কঠিন।