এক.
বাতাসে উড়ে যায়
তোমার আঁচল, উড়িয়ে দেয় দুষ্টু বাতাস, বৃষ্টি হতে চেয়ে ছুটেছি লোকালয় থেকে অনেক দূরে ভিজিয়ে দিতে তোমার শরীর।


দুই.
ছুঁয়ে দাও শরীর প্রশান্তির কামনারা ছুতে চায় প্রগাঢ় রক্ত, প্রশান্তি যদি বৃষ্টি হয় আর তুমি না হয় হয়ে যায় বৃষ্টি ভিজুক শরীর ভিজুক মন।