সবুজ স্বপ্নগুলো পুড়ে গেছে
তপ্তরোদে তবুও বীজ রোয়ে
যায় মনের ভেতর,
ভালোলাগা নাকি ভালোবাসা
মাধুরীকতা এখানে কি
লুকায়িত থাকে সবই!
লোকালয় থেকে অনেক দূরে
চলে যেতে চাই, কোলাহল
মুক্ত যেখান শুধু আমি একা,
ইচ্চা নাকি অনইচ্ছা সবকিছু
আর ভালোবাসায় থাকবে
সব কিছু মধ্যে কি
সবুজয়তায় ভরা? নাকি
সুন্দর করে আর একটি
বীজবোনা! স্বপ্ন যদি পুড়ে
যায় নিয়ে যায় আগুনের
শিখায় তবে কেন
এগিয়ে আসে ভালোবাসা।
ইচ্ছেরা বড় বেশি পেতে চায়
কিন্তু এখন আমি যে একলা
এখানে কেউ নেই শুধুই
একলা আমি,
সবুজ স্বপ্ন গুলো পুড়ে যায়
তপ্ত রোদে তবুও বীজ রয়ে
যায় মনের ভেতর।


__________
সম্পাদনা
২৮.০১.২০২৪