কি উল্লাস করছো এতো কেন
হাসি তোমাদের? ভেবে
নিয়েছো তোমরাই জয়ী
হচ্ছো তাইনা! তোমরা এতো
বোকা এটা ভাবতেই খুব
হাসি পায়, এইযে আন্দোলন
আন্দোলন খেলছো জনগণ
কিন্তু তোমাদের খুব ভাল
করেই চেনে এবং জানে আর
যাই হোকনা কেন তোমাদের
দিয়ে কিছুই হবেনা।


যারা তোমাদের সাথে সাথি
হয়েছে ওদেরকে আমরা খুব
ভাল করে চিনি জানি, ওরা
যে আগেও দেখিয়েছে ওদের
আসল চেহারা, ওরা যে
ভয়ংকর বারবার আমাদের
বুকের ভেতর বসিয়ে দিতে
চায় কৃষ্ণপক্ষ চাপিয়ে দেয়
অমানিশা ঘোর অন্ধকার।


এতো হেসোনা এই হাসি যে
মলিন হতে বেশি সময়
লাগবে না আমরাও তৈরি
হচ্ছি তোমাদের রুখতে আর
আমাদের সাথে রয়েছে
সাধারণ মানুষ যারা নিজের
জন্য ভাবেনি কখনো যখনই
অন্যায় হতে দেখেছে সেই
অন্যায়ের বিরুদ্ধে রুখে
দাঁড়িয়েছে; সাধারণ মানুষ
জানে সংগ্রাম কি এবং
কেমন করে করতে হয়।


আমাদের ভয় বা অট্টহাসি
দেখিয়ে কোন লাভ হবেনা
আমরা যে সংগ্রামী আমাদের
রক্তে প্রবাহিত হয় সেই রক্ত
আমরাই একাত্তরের
ইতিহাসের উত্তরাধিকার
মুক্তিযুদ্ধের সাহসী স্বপ্নে
উদ্ভাসিত আলো তাই বলি
এই হাসি তোমাদের মলিন
হতে বেশি সময় লাগেবেনা
আমরা আছি তোমাদের
রুখতে, ভয় দেখিয়ে কোন
লাভ নেই।