ইদানিং ঘুমাতে ভয় পাই
কারণ ঘুমালেই শুধু দুঃস্বপ্ন পায়
দুর্ভাগ্যের চার পায়ে অট্টহাস্যে
একটা কালো কুকুর দৌড়ে আসে
হাড় কামড়ানোর শব্দ পাই
কুকুরটা দিব্যি মানুষের হাড় কামড়ায়
মুঠোফোনে তাকাতে সাহস হয়না
নিশ্চিত রিংটোনে ভেসে আসবে কান্না
একটা না একটা দুঃসংবাদ
আসবেই ধেয়ে আসবেই আসবে আলবাৎ
ইদানিং ঘুমাতে ভয় পাই
কারণ ঘুমালেই শুধু দুঃস্বপ্ন পায়
হঠাৎ করে জেগে উঠি
আতঙ্কে নীল হয়ে হাঁফাতে থাকি
জগ থেকে পানি ঢালি
ঢকঢক করে খেয়ে জানালাটা খুলি
অপেক্ষা করি ফর্সা সকালের
আস্তে আস্তে ফুটলে সূর্য পূর্বের
আমি অনেটাই স্বস্তি পাই
নিত্যদিনের ঘরকন্নায় আবার যোগ দেই
ইদানিং ঘুমাতে ভয় পাই
কারণ ঘুমালেই শুধু দুঃস্বপ্ন পায়
যতই সাজ হই সংসারে
ভুলতে পারিনা দুঃস্বপ্নের কালো কুকুরটারে
অপেক্ষা করি একটা দুঃসংবাদের
সন্ধ্যায় খবর পাই সিন্ধু নদের
সে মিথ্যা অপবাদে বহিষ্কৃত
সে এখন চোর হিসেবে লাঞ্ছিত
আমি তাকে সাহস দেই
তবুও সিন্ধু ভেঙে পড়ে কান্নায়
ইদানিং ঘুমাতে ভয় পাই
কারণ ঘুমালেই শুধু দুঃস্বপ্ন পায়
সিন্ধু নদের ব্যথিত হৃদয়কে
বলি ভেঙে পড়িসনে ভেঙে পড়িসনে
একদিন থাকবেনা তোর দুঃখ
প্রতিশোধ প্রতিশোধ এটাই হলো লক্ষ্য
তোর চোখের জলের কণামাত্র
জমিয়ে রাখছি আমি রাখছি দিবারাত্র
একদিন নিশ্চয়ই কালো কুকুরটাকে
সলিল সমাধি দেবো দুর্ভাগ্য রুখে।।