মিলবে যদি সময় যদি আসো
সময় কি শেষ হয়ে গেছে
শেষ রাতের সাহসী স্বপ্নে যাকে তুমি দেখেছিলে সেতো বিপ্লবী
১৯৫২ সালে ভাষার দাবীতে মিছিলে তিনি ছিলেন।


শ্লোগানে কাঁপিয়ে দিয়েছেন আকাশ বাতাস,
সময় হলে তাদের সাথে মিলে দেখো
সংগ্রামই সত্যি সংগ্রামই সুন্দর,
বিনম্র শ্রদ্ধা জানাও সেইসব বীরদের।


অমর একুশে "আজতো মাথা নত না করার দিন" মাতৃ ভাষার জন্য সেদিনটা একবার ভাবো-
আমাদের গর্বে বুকটা ভরে উঠে,
বিনম্র শ্রদ্ধা ভাষা শহিদের,
সময় হলে তুমি নিশ্চয়ই আমাদের আত্ম পরিচয় জেনে নিও,
ইতিহাস কিন্তু ভুলে গেলে চলবেনা।