হাজার বছর অপেক্ষা
হাজার বছরের সংগ্রাম ইতিহাসের আদিপর্ব পরাধীনতার শিকলে বাঁধা বাঙলা ও বাঙালি-
তিনি এলেন ইতিহাসের রাখালরাজা অমর মহাকাব্যের কবি রূপে...
বললেন ভায়েরা আমার রক্ত যখন দিয়েছি আরও রক্ত দেব-
বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ...
৭ মার্চ ১৯৭১ রেসকোর্স ময়দান
লক্ষ লক্ষ মুক্তিকামী মানুষ
শ্লোগান শ্লোগান মুখরিত রাজপথ গড়িয়ে গ্রাম থেকে নগর দেশ।
স্বাধীনতা চাই-
যুদ্ধ চাই-
নেতা এলেন দৃপ্ত কণ্ঠে বললেন
রচিত হল ইতিহাস
পাঠ করলেন অমর মহাকাব্য...
ইতিহাস খচিত আমাদের ইতিহাস সংস্কৃতি
লক্ষ লক্ষ শহিদের রক্ত এখনো বয়ে চলে পদ্মায় মেঘনায় যমুনায়,
মায়ের অশ্রুসিক্ত মুখ
পিতা হারানো সন্তানের এতিম হয়ে যাওয়া
লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়-
মুক্তির মূলমন্ত্র স্বাধীনতা
তোমাকে আসতেই হবে এই বাংলায়।
ইতিহাস কলঙ্কের দিন শহিদ বুদ্ধিজীবীদের হত্যা
মেধাহীন জাতি!
ইতিহাস খচিত আমাদের ইতিহাস
নেতা এলেন দৃপ্ত কণ্ঠে বললেন
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম"
নয় মাস যুদ্ধ
শহিদ লক্ষ লক্ষ মানুষ
তাদের রক্তের বিনিময়ে
১৬ ডিসেম্বর ১৯৭১
বিজয়ী বাঙলা আর বিজয়ী বাঙালি
পরাধীন নয়
স্বাধীন জাতি
স্বাধীন বাংলাদেশ।




________________


বাংলা-কবিতা'র পরিবার ও সকল পাঠক লেখক বন্ধুদের
স্বাধীনতা ৫০ বছরের শুভেচ্ছা আর অভিনন্দন।