এক.
বিপ্লবের আলো লাগিয়েছিলে গায়ে
তবুও তুমি বিপ্লবী সাহসী মানুষ
যে স্বপ্নের সোপান তুমিই পেয়েছিলে সাম্যের চির আনন্দে।
গান গেয়ে উঠলো চারদিক একটা সাম্যবাদী আন্দোলনে
বিপ্লব চাইলেই কি বিপ্লব হয়?
এ কথা তোমাদের ভাববার সময় এসে গেছে।
তুমিও অবিনাশী কবিতা প্রগাঢ়তা খুঁজে দেখো
সেখানে একটি স্বপ্নের উপর দাঁড়িয়ে প্রজন্ম থেকে প্রজন্ম
বিপ্লব চাইলেই সময় উপযোগী মানুষ দরকার হয়।


দুই.
যদি বসন্ত আসে বুঝবে আমিও কবিতা প্রগাঢ়তা খুঁজবো পরম ভালোবেসে বিশ্বাসে।
যদি কোকিল না গায় গান তবে কি বসন্ত উপভোগ করতে পারবে।
বিরহী কোকিল হলে খুঁজে নেয় তার সঙ্গীকে নিবিড় করে।