(প্রিয়কবি নির্মলেন্দু গুণ চরণেষু)


বিশ্বাস রেখো সুদক্ষিণা
একদিন স্বপ্ন আসবে আমাদের ঘরে-
কুঁড়েঘরে
আলো আসবে
এই ভাঙ্গা ছনের ফুটো দিয়ে;
আসবে বিপ্লব
সাম্যের জন্য ।


যে বিপ্লব ভাসিয়ে দেবে সকল অনাচার।।


ধর্মের নামে অধার্মিকরা আমাদের বুকের ভেতর পাষাণের মতো চাপিয়ে দিতে চেয়েছিলো ১৯৭১ সালে,
আমরা কি তখন ভীরু হয়ে গিয়ে পরাধীনতা মেনে নিয়েছিলাম?
না।
আমাদের রক্তে বিপ্লব
এখনো প্রবাহিত।
সেই হন্তারকের দল লুকিয়ে থাকে লুকিয়ে যাওয়া শামুকের মতো এখনো বিদ্যমান।


আমরা বীরের জাতি
হাজার বছরের অত্যাচার এখনো শরীরে কাঁটার বিদ্দমান-
সংগ্রামী চেতনা, অসাম্প্রদায়িকতা ,
রবীন্দ্রনাথ- নজরুল- জীবনানন্দ,
আমরা তাঁদের
সন্তান।


আমাদের রক্তে  তাঁরা প্রবাহিত হন প্রতিমুহূর্ত,
শিরায়-উপশিরায়,
তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই বাংলা মা
যার শাড়িতে লেখে আছে লক্ষ শহিদের রক্তের ছাপ।।


সুদক্ষিণা এই বাংলাদেশ বঙ্গবন্ধু'র ,
এই বাংলাদেশ ত্রিশ লক্ষ শহিদের,
এই বাংলাদেশ দুলক্ষ মায়ের বোনের সম্ভ্রমের বিনিমেয় পাওয়া ,
আমরাই তাঁদের উত্তরাধিকার।


বিপ্লব আসছে
আসছে বিপ্লব
তুমি কেন ভয় পাও সুদক্ষিণা।
বিপ্লবকে আসতেই হবে।।
আমরা যে বিপ্লবের অপেক্ষায় আছি ।।