সব গিলে খায় তবু যদি বলে
উঠে কিছু খাইনি! বড্ড হাসি
পায় লুটিয়ে পরি মাটিতে,
সত্যিই হাসি পায়,
ওরা গিলে খায় আমাদের
সমস্ত অর্জন, অন্ধকারে
মোটা দামে বিক্রি হয়
আমাদের চেতনা তবুও
একদম মানুষ স্বপ্ন দেখায়
দিনবদলের।


যে বিপ্লব আমাদের দিয়েছে
প্রাণের স্বাধীনতা সেরকম
বিপ্লব চাই সময় এসেছে
বিপ্লব করবার, এখনো
ঘুমিয়ে থাকবে নাকি পথে
নামবে ভেবে দেখার সময়
হয়েছে, সংগ্রাম সবসময়
সত্যি সংগ্রাম সবসময়
চিরন্তন, সময় এসেছে
বিপ্লবের।


যদি মুক্তি পেতে চাও যদি
তোমার স্বপ্নের বাস্তবায়ন
করতে চাও তবে বিপ্লবী হও
এগিয়ে এসো পথে যে পথেই
মুক্তি অপেক্ষা করছে সাম্যের
চির আনন্দে তুমি সংগ্রামী
হও, বিপ্লব তোমায় ডাকছে,
যারা গিলে খায় আমাদের
সমস্ত অর্জন তাদের রুখতেই
তুমি বেড়িয়ে পর সংগ্রামে।