মাঝেমাঝে তোমার স্পর্শ অনুভব করি যদিও দূরে থাক, তবুও কাছে সীমানায় এই ভেবে অপেক্ষারা স্বপ্ন দেখায়, না হয় অপেক্ষায় থাকি।
তবুও অপেক্ষায় থাকি, অপেক্ষা স্বপ্ন দেখায়, দুঃখ ভুলি অতীতকে পেছনে ফেলে, স্বপ্নরা স্বপ্ন দেখায় যদিও তুমি নেই, দূরে অনেক দূরে।
স্পর্শে পুলকিত মন বেড়ে যায় রক্তের প্রগাঢ়তা লুকায়িত কামনারা কাছে আসে কিন্তু প্রশান্তি আসেনা তুমি নেই, একা যে বিরহী বাতাস।