বদলাতে চাইলে নিজেকে আগে বদলাও, জয় করো সমস্ত তবেই তুমি জয়ী হবে, নিজেকে বন্ধি রেখে স্বাধীনতা উপভোগ করতে চাওয়া মানে শুধুই বোকামি, আত্ম উপলব্ধি করো তবেই মিলবে মুক্তি।


পরাধীন হয়ে স্বাধীনতা ভোগ করা যায় কি? পরিবর্তন আনলে হবে বদলাতে হবে সবকিছু, তৈরি করতে নিজেকে সংগ্রাম মানেই মুক্তি শ্বাশত শান্তিময় জীবনে তুমিও সংগ্রামে নিয়োজিত হও।


দেশ কিংবা সমাজটাকে যদি বদলাতে চাও তবে আগে নিজেকে বদলাতে হবে, নিজেকেই রাঙাতে হবে সূর্যের লাল আভায় তেজোদৃপ্ত হয়ে নেমে পড়ো সংগ্রামে, বদলে যাও বদলে দাও সমাজ আর দেশটাকে, তুমি জয়ী হলে জয়ী হবে সব।


আবিষ্কার করো মননশীলতা খুঁজে বেড় করো নিজে যদি তুমি স্বাধীনতা উপভোগ করতে চাও তবে সংগ্রামে এসো বদলে যাও বদলিয়ে দাও, যুদ্ধের জন্য তৈরি হও বেড়িয়ে পড়ো সংগ্রামে, সংগ্রামই সত্যি সংগ্রামই সুন্দর।