এখন আর স্বপ্ন দেখিনা
একথা বলেছি কি কখনো?
স্বপ্ন আছে বলেই তুমিও দেখিয়েছিলে স্বপ্ন
যখন তোমায় প্রথম দেখেছিলাম
ভালোবাসার আলিঙ্গনে
স্বপ্ন এবং বাস্তবতায়
তবে কেন দূরে থেকে তৈরি করছো দূরত্বের দেয়াল,
আমায় যদি কষ্টের মধ্যেই রাখবে
তবে ভালোবেসেছিলে কেন
কেনইবা হৃদয় স্পর্শ করে ছিলে
বাসর রাতের ভাবনায়।।