অভিযোগ অভিমান কিংবা
নিজের মৌলিক অধিকার তা
থেকে বঞ্চিত হবে কেন,
তোমারও চাইবার অধিকার
আছে আছে জীবন বিলাসী
চাওয়া গুলো, হিসেব মিলাতে
চাও তাতে মিলবে সব
যোগবিয়োগ? অনুযোগ কেন
আদায় করো তোমার যা
চাওয়া পাওয়া।


বিবেক জাগ্রত না হলে
অন্ধকারই ঘিরে ধরবে
তোমায় অস্তিত্বের সংকট
হলে পরাভূত হবে নিশ্চিত;
শ্বাশত বিশ্বাস অনন্য চেতনা
তোমার না থাকলে মিছে
স্বপ্নের সমাধি বানিয়ে কেঁদে
লাভ হবে কি? অন্ধকারে
থেকে আলো খুঁজে কোন
লাভ নেই কারণ আলো এক
সংগ্রাম।


বিপ্লবে মিশিয়ে দেও তারুণ্য
মুক্তবুদ্ধির আলো তাতে
লাগাও আগুন যে সে
জ্বলবেই আর সেই আগুনের
তাপে পুড়ে ছারখার হবে
অনামিসা, আলো আসবে
জ্বালিয়ে দেবে সব অনাচার,
মুক্ত তুমি স্বাধীনতা ভোগে তা
নিয়ে কেন করছো তাচ্ছিল্য।