সবকিছু মেনে নিয়ে যদি ভেবে থাকো বেশ আছো তাহলে কোন কথাই নেই, থালোনা ভালো! তবে সত্যি কি তোমরা ভালো আছো? অন্ধকার থেকে লাভ কি বলো?
যদিও প্রশ্নের জন্ম হয় প্রতিমুহূর্ত কিন্তু উত্তর দেবে কে? শুধুই নিজের ভালো নিয়ে থাকাটা যদি ভালো হয় তবে আপনি সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য একথা বলবে কে; একটু ভালো করে তাঁকিয়ে দেখুন চারপাশ চোখ মেলুন নিশ্চয়ই দেখতে পাবেন কি রকমভাবে এগিয়ে যাচ্ছে তথাগতিত এই সমাজ আমি বলি অন্ধ সমাজ।
যারা নিজের ভালো নিয়ে ব্যস্ত তাদের আপনি কি বলবেন জনাব? ওরাই অন্ধ ওরাই এই সমাজটাকে অন্ধ করে রাখতে চায়, মধ্যে রাতে বিক্রি করে যারা শেষ রাতের সাহসী স্বপ্ন তাদের নিয়ে আপনারা সমাজ বদলাতে চান কি দারুণ কথা তাইনা।
স্বপ্ন এবং বাস্তবতায় যে বিপ্লব আসে সময়ের আহবানে তাকে গ্রহণ করাই হল বুদ্ধিমানের কাজ, সাম্যের চির আনন্দে আসে বিপ্লব বদলাতে সমাজটাকে এনে দেয় আলো অবিনাশী বিপ্লবে।
সাম্যের জন্য চাই বিপ্লব আর বিপ্লবই আনবে মুক্তি।