আবেগমাখা হাতে
ছুঁয়েছিলাম শাড়ি
লুকায়িত গন্ধে
ছুঁয়ে দেখি সমস্ত ভালোবাসা
তুমি কাঁপা কণ্ঠে বলেছিলে-
এটাই বুঝি ভালোবাসা অরিন্দম!


ডুবুরির হারিয়ে যাওয়া
জাহাজের মতো
কখনো নামিয়েছি নোঙ্গর
সমুদ্রে কি বালুকণা খুঁজে পাওয়া যায়
আর যাই হোক এটা নিশ্চয়ই
শিশির সিক্ত ঘাস নয় নীলাঞ্জনা?


অন্ধকারে আলো খুঁজে
ক্লান্তি আমায় স্পর্শ করেনি!
তুমি কি তা বুঝতে পাও
অন্ধকার আর আলো
এই নিয়েই যে
আমাদের জীবনসংসার অরিন্দম।


অন্ধকারে পথেও
তোমাকে খুঁজে পেতে
আমার কি আর কষ্ট হয় বলো?
প্রগাঢ় অন্ধকারে হয়ে যাই জোনাকি
যার আলো খুঁজে দেয়
তোমাকে নীলাঞ্জনা!


তুমি ডাকাত হতে চাইলে
আমার কিন্তু ভয় করেনা একটুও;
তুমি ডাকাত হলে তাতে
ক্ষতি নেই অরিন্দম,
কি আর করবে তখন?
এই যা সত্যি ডাকাত হবে নাকি!
যদি লুট করে সমস্ত আমার!




সাপটানা সড়ক,
বাহাদুর মোড়
লালমনিরহাট।
২৬/৬/২০২০