যুদ্ধ হয় ছায়ার সাথে
অলিখিত যুদ্ধ, মুখোশ পরে ওরা চাপিয়ে দেয় যুদ্ধ
মৃত্যুকে আলিঙ্গন করে অতিসাধারণ মানুষ
বোমার আঘাতে ক্ষতবিক্ষত নারী শিশু বৃদ্ধ,
ওরা হাসে আড়ালে।


মুক্তি দেবে বলে কি দারুণ ছলনায় পড়িয়ে দিয়েছে শিখল,
স্বাধীনতা উপভোগ করাবে বলে চাপিয়ে দিল যুদ্ধ
আর সেই যুদ্ধ এখন বুকের ভেতর যেন বসিয়ে দিয়েছে পাষাণ, যুদ্ধ কি স্বাধীনতা উপভোগের একমাত্র মাধ্যম?
নাকি যুদ্ধ মানে পরাধীন।


ওরা যাকে যুদ্ধ বলে আসলে ওরা রক্ত পিপাসু যুদ্ধ নামক যুদ্ধ খেলায় ওরা খেলে রক্তের হোলিখেলা! এ যুদ্ধের শেষ কোথায়? ওরা যে যুদ্ধবাজ মানবতার দোহাই দিয়ে চাপিয়ে দেয় যুদ্ধ, এই যুদ্ধের কবে হবে শেষ প্রশ্ন করি অসাধারণের কাছে: উত্তরে ওরা বলে স্বাধীনতা চাইছো আর যুদ্ধ মানবেনা তাই হয় কি কখনো।