মনে পড়ুক আর নাই পড়ুক
চিঠি দিও
নীলাভ আকাশ থেকে পড়ে যাওয়া
জল নয়,
চিঠি দিও শুধুই!
শহিদ মিনারের পাদদেশে
বসে আড্ডার কথা মনে করে চিঠি দিও,
মাধবকুণ্ড ঝর্ণার জলের আত্মাণ্বেষী
শব্দ হয়ে নয়,
চিঠি দিও শুধু তোমার নিপুণ হাতে
লেখা চিঠি!
মিনতি-মণিদের কথা ভেবে
এমসি কলেজের ক্যাম্পাস শাপলাবাগের হোস্টেল মাঝে দ্রুত ছুটে যাওয়া লেগুনা যাত্রী কথা ভেবে
কালো চশমার ফাঁক দিয়ে গড়িয়ে পরা
সেই যুবকের চোখের জলে নয়
শুধু চিঠি দিও!
ইরা'র বিয়ের কার্ডে তোমার ছুঁয়ে দেওয়া কথাগুলোর কথা ভেবে চিঠি দিও!
সুমু'র হঠাৎ পরীক্ষার হলে
অসুস্থতার কথা মনে করে চিঠি দিও!
শাহপরান মাজার প্রণামে দুপুরে
হোটেলে রুটি সব্জি খাওয়ার কথা
মনে করে চিঠি দিও।
রিক্সা করে গোটা সিলেট শহর ঘুরে
বেড়ানোর কথা মনে করে চিঠি দিও!
প্রিয়তম পিতার মৃত্যুতে তুমিও ভেঙে পড়েছিলে, সেই বিনম্র স্মৃতিমগ্নতায় শোকাহত হৃদয়ে পিতার শুণ্যতা
অনুভব করে তবুও চিঠি দিও!