চলো বদলে যাই বলে
অন্ধকারে মিলিয়ে গেলে পরাজিত হবার ভয় নেই
চলো বদলে যাই!
বদলে দিই সমাজ কিংবা সংসার।


বদলে যাও বদলে যাই এই শ্লোগান দিচ্ছিলো যারা, তারা নেই!
লুকিয়ে মুখ ফিরিয়ে মুখ
যেন বধির সেজে আত্মগোপন!


এই জাতি মন্ত্রের মতো উচ্চারণ করে "আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি"


ইতিহাস ভুলে গেলে পরাজিত হবার ভয় আছে;
সংগ্রাম সত্য সংগ্রাম সুন্দর
এতে পরাজয় বলে কিছুই নেই,
ভয় পেলে পিছিয়ে পড়ে মানুষ লক্ষ্যহীন
বিনষ্ট করে চেতনা সংগ্রাম যায় পিছিয়ে
পচে যায় বিবেক।


এইতো বেশ আছি
নিজের নিয়ে ব্যস্ত আছি
এরা কারা?
এদের সংখ্যা এখন কোটি কোটি!
এরাই অভিশপ্ত সমাজের দেশের প্রিয় বাংলা মায়ের।


অসুন্দর জয়ী হলে
লুকিয়ে মুখ
প্রতিবাদী শহিদ মিনার
লাল সূর্য দেয়না প্রকৃত রক্তের আভা!
আলো চাই আলো
দাউদাউ করে জ্বলে ওঠা  আলো!
লেলিহান দাবালনের মতো
জ্বলে পুড়ে সব হবে শেষ!
মানুষ বাঁচলে বাঁচবে মানুষ।



_________
সম্পাদনা
১৩.১২.২০২২
লালমনিরহাট।