লুকায়িত গন্ধে পাগল হলে
মন, তুমি বলো এতো কেন
আবেগী, মুগ্ধতা ছড়িয়ে দাও
গন্ধ সুধা আমিতো পাগল
মাতাল সেই সুধায়।


ছুঁয়ে দেই মন ছুঁয়ে শরীর
এখানে জয়ী হয় সময়
শরীরে শরীরে ভালবাসার
গন্ধ এলে ছুঁয়ে ভালবাসা
রক্তের প্রগাঢ়তায় ঝরুক বৃষ্টি
প্রশান্তি ঘামে।


স্পর্শে লজ্জাবতী হলে পুড়ে
মন ছুঁয়ে শরীর, স্পর্শে পুড়ে
যায় মন আর তখন নুয়ে
পড়া লজ্জাবতী, ভালবাসা
ছুঁয়ে যায় রক্তে লাগে আগুন
তুমি ছুঁয়ে দিলে জাগে
প্রশান্তি।