এক.
বৃষ্টি এলো অসময়ে ভিজলে তুমি
আমি দেখলাম বৃষ্টি সিক্ত শরীর
কিন্তু এতো ভিজলেও তুমি বললে দেখো একটুও ভিজিনি আমি;
আমি বলি সত্যিই তুমি!


দুই.
এখানে ভরা পূর্ণিমা
শরীরে শরীরে ভালোবাসার গন্ধ
লুকায়িত চাঁদে হাসি মাখা মুখ
কতটা কাছে এলে শরীরে হয় শ্রাবণধারা।


তিন.
যদি বানের প্লাবনে ভেসে যায়
কৃষাণীর কুড়ে ঘর?
তাহলে ভরা জোছনার প্লাবন
ছুঁয়ে দেখে কি লাভ নীলাঞ্জনা?