এক.
ছুঁয়ে ছিল জল
হেসে সে খলখল
সুখ খুঁজে সে
কাকে যে ভালবেসে।


দুই.
প্রশান্তি আসে
প্রেম সে সকাসে
জানো কি তুমি
তুমি যে বড় অভিমানী।


তিন.
ছুঁয়ে দিলে সে
ভালবাসা যে হাসে
তখন মরুভূমি মাঝে
যখন বৃষ্টি  আসে।


৪.
ছুঁয়ে দিল যুবক
অনিন্দ্য প্রকাশে
অস্থির সময় হলেও
যুবতী খুঁজে পেল অনন্ত সুখ।


~~~~