এক.
কি ভেবে তাকাও
পেছনে
উদাসী দুপুর
এই আমি একা,
তুমি চেয়ে কেন উদাসী,
অভিমান জড়িয়ে তবে কি
ফিরে দেখো?
অন্ধকারে লুকিয়ে যায় সূর্য
ঘিরে ধরে কাল মেঘ, যদি
অভিমানী আকাশ তবে চেয়ে
দেখে বিশালতা।


দুই.
ছুঁয়ে নেব তোমার সমস্ত
এঁকে দেব কপালে রক্তাক্ত
সিঁদুর ফোটা!
ভালোবাসায় যদি পরাজিত
হই,
যদি বিরহী হই-
তবে ভেবে নেবে
আমিও পরাভূত
তোমার অবিনাশী
সমস্ত চাওয়া পাওয়ায়।