অনিন্দ্যসুন্দরে প্রেম এসে ভিজিয়ে দেয় শিশির স্নিগ্ধ ঘাসের মতো, প্রেমতো এমনই জড়িয়ে রাখে ভালোবাসার মুগ্ধতায়।


ভালোবাসা সে এক অবিনাশী পাওয়া যার শেষ বলে কিছুই নেই, এখানে জীবনকে রাঙায় বসন্ত বাতাসের মতো, বিরহী কোকিল হয়ে নয় কিংবা ভ্রমর হয়ে নয়, ফুলের গন্ধে পাগল হবো আবার সুজন পেলে পালিয়ে যাব।


প্রেম হচ্ছে দ্বাদশী চাঁদ ছুঁয়ে দেয় পরম বিশ্বাসে জ্যোৎস্না স্নিগ্ধ আলোয় ভড়িয়ে দেয় অনন্য মুগ্ধতায়, তুমিও এসো অবিনাশী প্রেমে যার ছোঁয়ায় বারবার পরাজিত হতে আপত্তি নেই, ভালোবাসার কাছে পরাজিত হবো সেটাইতো ভালোবাসা।