ভালোবাসায় লুকায়িত
অনন্ত পথ
এখানে কেউ পথিক হেটে যায়
আর শেষ দিন শেষ সময় প্রযত্ন,
স্বপ্নাবিষ্ট গানে থাকে
প্রাণের উচ্ছাস,
যার প্রাণ নেই
সে কি করে ভালো বাসবে?
ভালোবাসা
ছুঁয়ে যাওয়া মনে?


যদি স্বপ্ন নাইই থাকে
যদি ছুঁয়ে না দেখো মন প্রাণ
চিবুক, ওষ্ঠদ্বয় গাঢ় চুম্বনে-
শরীরের নোনাজল
মিছে ফেলে ভালোবাসা ছুঁয়েছিল
সেটা নিশ্চয়ই ভালোবাসা বলেনি কোন মানুষ আর প্রকৃতি।


দেখেছিলে শেষ রাতে
স্বপ্নিল স্বপ্ন;
তবে বৃষ্টি কেন ছুঁয়ে ছিল রাত
রিমঝিম শব্দে?
কেন কাঁপিয়ে ছিল
তোমার হৃদয় মন্দির সুনন্দিতা!
যে স্বপ্নিল স্বপ্ন এখনো তাড়িয়ে বেড়ায় অযুত স্বপ্নে।।