দেখিস একদিন আমরাও
ঘর হবে হবে সংসার, মাঠে
ফসল ফলাবো হাসিতে ভরে
উঠবে কৃষাণির মুখ, দেখিস
একদিন আমরাও স্বপ্ন সফল
করে রাঙাবো দিন, তুই
নিশ্চয়ই সাথে থাকবি দুজন
মিলে সবকিছুর বাস্তবায়ন
করবো।


স্বপ্ন এবং জীবন জয়ের জন্য
চাই দিনবদল, অবিনাশী গান
সেতো প্রগাঢ় স্বপ্নের মতো,
তুইতো আছিস সেই
দিনবদলে স্বপ্নে,
উচ্চারিত যে স্বপ্ন দিনবদল যে হতেই হবে, স্বপ্ন এবং
সুন্দরে মানুষ চিরদিন গান
গায় তুইও সেই গানে সুর
মিলাস তবেইনা পালাক্রমে
বদলে যাবে দিন।


দেখিস আমরাও পারবো
আমাদের পারতেই হবে,
নিশ্চয়ই পারবো সব
বদলাতে তবেইনা মুক্তির চির
আনন্দ উপভোগ করবে
সবাই, এখানে তুই আমি
আমরা এই পতিত জমিতে
সোনালী ফসল ফলিয়ে ঘরে
ঘরে আনন্দ উৎসব হবে যদি
তুই থাকিস পাশে আমাদের
যে পারতেই হবে।