ধেয়ে আসে আঁধার,
ঘুণে খেয়ে ফেলে সমস্ত
অর্জন,
আনাগোনা বাড়ছে
অনাকাঙ্ক্ষিত চাওয়ার।


এখনো ঘুমে থাকে স্বপ্নবাজ
মানুষ
চৌকাঠে বন্দি তথাকথিত
বুদ্ধিজীবী।


নিশাচর ওরা জেগে থাকে
পুঁজিবাদী দল লোভ দেখায়
যদি খেয়ে নিতে পারে
মূল্যবোধ।


তবুও...
কোথাও যেন আলো দেখা
যায়,
জেগে উঠে সবুজ মাঠ
ফসলি জমি, হাসি এখনো
আছে কৃষাণির
কৃষক একটু হলেও প্রশান্তি
খুঁজে পায়।


দূরে তারাও মিটিমিটি আলো
দেয়,
আশা নিরাশা দোল খাওয়া
জোনাকিরা খুঁজে নেয়
চিরকল্যান।