এ কোন মানুষ
যে মানুষ পিটিয়ে হত্যা করে
হিংস্র পশুর মতো হয়ে যায়!


জ্বালিয়ে নিশ্চিহ্ন করে
একদল মানুষ অট্টহাসিতে
একদল মানুষ ছবি তুলে দাউদাউ
করে জ্বলে উঠা আগুনের ভেতর;
পুড়ে যায় একটা মানুষ।


অন্ধ হলে অন্ধ হয়ে সমাজসংসার পিছনে ফিরে যায় খেয়ে ফেলে সুন্দর আগামী
নিঃশব্দে কাঁদে মা পিতা স্বজন
কেঁদে আসমান কাপায় প্রিয়তমা স্ত্রী সন্তান।


একদল মানুষ প্রেতনৃত্য করে জানিয়ে
অশুভ বার্তা।
নরপশুর দল হত্যা করেছিল
যে পিতাকে
তাঁর সন্তানদের কথা কি একটি বারও চোখের সামনে ভেসে উঠেনি!


উঠবে কি করে!?
ওরা যে মানুষরূপী অমানুষ! ওরা পশুর চেয়েও হিংস্র!!


তোমরা মানুষ
তোমাদের মুখোশ উন্মোচিত করে
আলো আসছে
একটুমাত্র অপেক্ষা
আলো আসছে
আসছে আলো
তাকে যে আসতেই হবে!