মুখ লুকিয়ে রেখে আর কি হবে, যা হবার তাতো হয়েই গেছে দোষতো তোমার নয়, যারা প্রতিনিয়ত স্বপ্ন বিকি করে দিচ্ছে তাদেরতো লজ্জা নেই! তাহলে কেন তুমি মুখ লুকিয়ে রাখবে।
ওরাই আমাদের বুকের ভেতর বসিয়ে দেয় কৃষ্ণপক্ষ আর ঠিক তখন তুমি দ্বাদশীর চাঁদ হয়ে দাঁড়িয়েছো আমাদের পাশে বিলিয়ে দিয়েছো জ্যোৎস্নার প্লাবন, অভয় দিয়েছো অন্ধকার যতই কালো হোক আলো তুমি বিলিয়ে দূর করবে সমস্ত অন্ধকার।
মুখ লুকিয়ে থেকো না এবার বাইরে এসো দেখো তোমাকে ডাকছে সবাই অপেক্ষা তোমারই বাইরে এসো দেখো, তুমি এলেই প্রাণের উচ্ছাস ফিরে পাবে আর মুখ লুকিয়ে থেকো না একটু বাইরে এসো।
তুমিই দেখিয়েছিলে যে স্বপ্ন তার বাস্তবায়ন করতে হলে এখন তোমাকেই প্রয়োজন, মুখ লুকিয়ে আর রেখো না এবাই বাইরে এসো, তুমি অগ্নিশিখা যার আলোয় ধ্বংস হবে সব অনাচার আলোয় আলোয় ভরে উঠে চারপাশ, আর মুখ লুকিয়ে রেখো না এবার সামনে এসো।