(এভাবে চলে যাবি ভাবতেই পারিনি!! প্রিয় বেড়ালটা চলে গেল আজ)


কি ভুলে থাকবো তোকে ভীষণ কষ্ট বুকে নিয়ে আজ যখন তোকে চিরবিদায় দিলাম দুচোখে গড়িয়ে জল স্পর্শ করলো মাটি, কষ্টরা চেপে ধরেছে বুকের চারপাশ, তোর চলে যাওয়াটা মেনে নিতে প্রিয় মা বারবার কেঁদে উঠছে মাইতো তোকে প্রতিমুহূর্ত আগলে রেখেছিল।
যখন এলি পৃথিবীতে আমরা আনন্দিত হলাম খুশি মা তোদের পরম যত্নে পালন করতে লাগলো, একসময় তোরা পাঁচজন বড় হতে লাগলি কখনো রাতে আমার বিছানাটা যে তোদের হয়ে উঠলো, কত খেলা করতিস আমার সাথে, বাজার থেকে ফিরলেই ঘিরে ধরতি বাজারের ব্যাগ কতক্ষণে নামাবো আর তোদের প্রিয় মাছগুলো খাবি; আজ তুই আমাদের সবাইকে কাঁদিয়ে চলে যাওয়া মেনে নিতে পাচ্ছিনারে।
ভালোবাসা কি রকম হয় তোদের দেখে শিখেছি মায়া ভরা তোর চোখ আমাকে মনে হয় এখনো তাঁকিয়ে আছে আমার দিকে ছুটে আসছিস কোলে, তোকে ভুলে থাকাটা খুব কষ্টেররে ভীষণ কষ্টের! ভালোবাসা তোকে বেধে রাখতে পারলাম না তুই চিরদিনের মত চলে গেলি।
তোকে খুব ভালোবাসতো মা মায়ের চোখে জল দেখে নিজেকে কি করে ঠিক রাখি বলতো? যখন তোকে নিয়ে লিখছি আমার দুচোখ বেয়ে ঝরছে জল নিজেকে কি করে সান্তনা দেই বল;
আজ তোকে বিদায় দিতে গিয়ে তোর স্মৃতিগুলো তাড়িয়ে বেড়ায় সত্যি কষ্টরা আমায় ঘিরে ধরেছে এখনো চোখ দিয়ে গড়িয়ে পরছে জল।