অপূর্ণতায় বন্দি রেখেছি নীল খাম
পদ্মপাতা জলের মধ্যে খুঁজেছি সুখ আর ভালোবাসা সেতো লোপায়িত বৃষ্টিতে না ভিজে ছুঁতে প্রেম, অবিনাশী সে কি আমাকে ছুঁয়েছে কখনো।


স্বপ্ন দেখে এখন বড়োই ক্লান্ত হয়ে ফিরে আসি ভাঙা ঘরে, যে ঘরে স্বপ্ন আসেনি কোন দিন!
তবুও স্বপ্নকে আহবান করেছি প্রেমিকের মতো
আসবে বলেছিল কিন্তু আজও আসেনি স্বপ্ন।


জীবনে কাছে কতরাত খুঁজেছি
কাঙ্খিত ভালোবাসা শৈল্পিক শরীরী একটু উষ্ণতা,
কত কথা কত অভিমানে
না বলা অনুভূতি -
বলেছি নিজের সাথে
আমার ঘর আর ঘর নেই ভেঙ্গে নিয়ে গেল এই কাল বৈশাখী।