অনন্ত পথ যদিও ফুলে সাজানো নয়
এখানে সুখ আছে আছে দুঃখ
আনন্দ হাসিগানে জয় কর নিজেকে
অবিনাশী প্রেমে তুমি জয়ী হও
দায়িত্ব যখন এসেছে- নিজের সময়ে
জয়ী তুমি হবেই
বিশ্বাস রেখো হে প্রিয়তম।


এসো প্রিয়তম এই গোধূলি বেলায়
হেটে যাই দুজন মিলনমেলায়
যেখানে মানবিকতা মনুষ্যত্ব
ভূলন্ঠিত যেন না হয়,
কবির কবিতার মতো উচ্চারণ করি
"সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই"
মানবতাই আনে শান্তি
আনবে চিরশান্তি মিলিয়ে যাব
আমরা ভালোবাসার মোহনায়।


প্রিয়তম, কতগুলো বসন্ত এসেছে
আবীর মাখা রঙে যদিও রাঙাতে পারিনি নিজেকে! যদি তুমি আসো এই গোধূলি বেলায় তবে বিশ্বাস রেখো হে প্রিয়তম
একদিন নিশ্চিত আসবে...


স্বপ্ন, সোনালী দিন, গোটা ভাত,
একটুকরো উঠান, আসবে আলো
প্রশান্তির চৈতন্য মুখরতায়
বিশ্বাস রেখো প্রিয়তম
শুধু নিজেকে আবিষ্কার কর
ভালোবাসায় প্রশান্তির পূর্ণতায়।



___♥___♥___


পুরানা পল্টন
ঢাকা
বাংলাদেশ
০৩.১০.২০২০