এই যে হাওয়া ঠান্ডা ভীষণ-
কাটছে না তার রেশ,
কোথায় তুমি? পাই না খুঁজে
তবুও খুঁজি
ব্যাকুল
হৃদে
কোন মুল্লুকে হলে নিরুদ্দেশ?


অভিমানী! মান করেছো?
রাগ করেছো নাকি?
আর কতোদিন দূরেই রবে?
কি অপরাধ
আমার
বলো
কেন বলো দিচ্ছ এমন ফাঁকি?


কুয়াশা ঘেরা শীতের শহর-
সূর্য গেছে ঢলে
স্টেশনে দাঁড়িয়ে একাই
তোমায় খুঁজি
ব্যাকুল
মনে
বাঁধলে আমায় একোন ছলে!