নীলাঞ্জনা
একা থাকলে বুঝতে পারা যায় কতটা একা, এই ঘর এই হাসপাতাল প্রিয় ডাক্তার এবং তার সহকর্মিরা কিন্তু তুমি নেই তাই বড় একা লাগে বড্ড একা! অসুস্থ হলে ডাক্তারই বন্ধু হয়ে উঠে সবসময় কেয়ার নেন সেবা দেন তবুও তুমি বিহীন একা লাগে বড় একা।


নীলাঞ্জনা
তুমিতো অভিমানী অনুরাগ করে দূরে সরিয়ে রেখেছো আমায়, যদি প্রশ্ন করি সত্যিই কি আমাকে দূরে রেখে ভাল থাকতে পেড়েছো নিজেকে? আমি জানি তুমি কতটা কষ্ট অনুভব করছো সেও আমি অনুমান করতে পারি।


নীলাঞ্জনা
এই অসুস্থ হলাম এই যে নিজেকে লুকিয়ে রাখতে চেষ্টা, একাকিত্বে বন্দি করে রাখতে চাইলাম কিন্তু পারলাম আর কই! একা থাকা তুমি বিহীন যেন অস্তিত্ব বিহীন মানুষ সব আছে তবুও কিছুই নেই সত্যি তুমি ছাড়া।


নীলাঞ্জনা
মাঝেমাঝে লুকিয়ে থাকতে চাই দূরে চলে যেতে চাই লোকালয় থেকে অনেক দূরে! যদি বলি লোকালয় থেকে অনেক দূরে তুমি বৃষ্টি হবে আমাকেও ভেজাবে তোমার ভালবাসার জলে? তাইতো বারবার বলি তুমি এবং বৃষ্টি সত্যিই অসাধারণ।