অনুযোগ
এখানে অভিমানী মন
অভিযোগ যার যেখানে শেষ নেই,
মাঝে একটিমাত্র দেয়াল,
ভালোবাসা হীন দুটি মানুষ
রাত শুধু আবেগহীন প্রাণের আকুতি না থাকলে সেটি কি ভালোবাসা বলে।


যতই অনুযোগ অভিযোগ
যদি সেখানে ভালোবাসা থাকে
নিশ্চিত ছুঁয়ে আসে সুখ,
অনন্য সুন্দর হলে প্রেম এখানে সুখ খুঁজে সুখি হয় জীবন,
অভিমান কিংবা বিরহ যদি সত্যি প্রেমে নাইবা থাকে তবে জয়ী হবে কেমন করে প্রেম।